ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

তাড়াইলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
তাড়াইলে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে জব্দকৃত ভেজাল খাদ্য

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইলে খাদ্যে ভেজালবিরোধী অভিযানে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে অভিযানটি পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে অনুমোদনহীন ও ভেজাল শিশু খাদ্য এবং নকল ওরস্যালাইন বিক্রির দায়ে নরোত্তম সরকার স্টোর, আকাশ স্টোর, লিখন স্টোর ও ফারুক এন্টারপ্রাইজকে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং আবুল হাশেম স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 
এছাড়াও ওই সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ ভেজাল মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।