মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সাইনবোর্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠতি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ত্রিশালের সাবেক এমপি রুহুল আমিন মাদনী, আব্দুল মতিন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কামাল পাশা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আ. হামিদ, আবুল কালাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল প্রমুখ।
গত ৩ জুলাই বাড়ির পাশে গলাকেটে হত্যা করা হয় আব্দুল মতিন মাস্টারকে। পরে পরিবারের পক্ষে তার ছেলে মাহমুদুল হাসান মামুন বাদী হয়ে অজ্ঞাতপরিচয়দের আসামি করে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন পাঁচজন।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এমএএএম/টিএ