মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা টুমচর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক ও মালামাল উদ্ধার করা হয়। নাহিদ সদর উপজেলার টুমচর এলাকার মো. মিজানের ছেলে।
থানা পুলিশ জানায়, গত শনিবার (১ সেপ্টেম্বর) রাতে পৌর শহরের সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী সুমন মজুমদারের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ওই সময় বাসার চালের টিন খুলে নাহিদ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ করেছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরকে আটক করা হয়। চুরি করে নেওয়া স্বর্ণালংকারগুলো নাহিদ বসতঘরের মাটির নিচে পুঁতে রেখেছিলেন। মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, অভিনব কায়দায় এই চুরির ঘটনা নাহিদ স্বীকার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসআর/এমজেএফ