ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নর্দায় সড়ক দুর্ঘটনায় পথশিশুর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
নর্দায় সড়ক দুর্ঘটনায় পথশিশুর মৃত্যু

ঢাকা: রাজধানীর নর্দা এলাকায় সড়ক দুর্ঘটনায় লুৎফর (১১) নামের এক পথশিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সোয়া ১০টায় মৃত ঘোষণা করেন।

গুলশান থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন মিয়া জানান, নর্দা থেকে কোকাকোলা মোড়ের মধ্যবর্তী মেইন রোডে কোনো যানবাহন শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পড়েছিলো শিশুটি। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।  হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাকে দেখে পথশিশু বলে মনে হচ্ছে। অন্য এক পথশিশুর মাধ্যমে তার নাম লুৎফর বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এজেডএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।