মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দওগ্রামের বাসিন্দা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক বাংলানিউজকে জানান, রাতে কামাল তার রিকশায় যাত্রী নিয়ে শহরের ফকিরাপুল থেকে ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় যান। যাত্রী নামানোর পর তিনি খালি রিকশা নিয়ে ওই মহাসড়ক দিয়ে পুনরায় শহরের আসার সময় পেছন দিক থেকে আসা একটা বেপোরয়া ট্রাক তার রিকশাটিকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে পাঠায়।
বাংলাদেশ সময়: ২৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
আরআর