স্থানীয়রা জানান, বৃদ্ধা কমলা তার প্রতিবেশী গরু ব্যবসায়ী রোম মোল্লার কাছে ধারের টাকা পেতেন। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ধারের টাকা চাইতে রোম মোল্লার বাড়িতে যান তিনি।
রাত ৮টার দিকে রোম মোল্লার বাড়ির পেছনে গাছের ডালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
নিহতের স্বামী তাহের প্রামাণিকের দাবি, ধারের টাকা চাইতে গেলে কমলাকে মারপিট ও শ্বাসরোধে হত্যার পর মরদেহ গোপন করে রাখে রোম মোল্লা। রাতে গাছের সঙ্গে তার মরদেহ ঝুলিয়ে রাখে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ ওই বৃদ্ধাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ৫ সেপ্টেম্বর, ২০১৮
আরআর