ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
গাজীপুরে বাসচাপায় শ্রমিক নিহত, বাসে অগ্নিসংযোগ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসচাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই বাসে অগ্নিসংযোগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান জানান, সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস ওই নারী শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় উত্তেজিত শ্রমিকরা ওই বাসে অগ্নিসংযোগ করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।  

তিনি জানান, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভাতে চেষ্টা করলে শ্রমিকরা বাধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে শ্রমিকরা সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ০৫ সেপ্টেম্বর, ২০১৮
আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।