এসময় তাদের হেফাজত থেকে দুইটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, তিনটি চাকু ও হ্যান্ডকাপ জব্দ করা হয়।
মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুরে পুলিশ হেডকোয়ার্টার্স ইন্টেলিজেন্স শাখা ও বগুড়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পরে বুধবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য দেন।
আটকরা হলেন- রাজশাহী ও রংপুর বিভাগের সামরিক শাখার (ইছাবা) প্রধান শহীদুল্লাহ ওরফে মাসুম (৪৬), রাজশাহী বিভাগের সামরিক শাখার প্রধান বুলবুল ওরফে সোহাগ (৩২) এবং সামরিক শাখার তিন সদস্য যথাক্রমে মাসুদ রানা (৩১), নওমুসলিম আতিকুর রহমান ওরফে সৈকত (৩৩) ও মিজানুর রহমান ওরফে দর্জি মিজান (৩৫)।
এসপি আলী আশরাফ ভূঁঞা জানান, এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আব্দুল জলিল, সনাতন চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এমবিএইচ/আরবি/টিএ