ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সহপাঠীর ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
গাজীপুরে সহপাঠীর ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র খুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের যোগীতলা এলাকায় সহপাঠীর ছুরিকাঘাতে মাহফুজ রহমান মিরাজ (১৫) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মিরাজ ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

সে স্থানীয় এম এ রাজ্জাক মাস্টার আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লুৎফর রহমান বাংলানিউজকে জানান, সকালে ক্লাস শুরু হওয়ার ১০/১৫ মিনিট আগে মিরাজের সঙ্গে তার সহপাঠী মনোয়ার হোসেনের (১৫) বেঞ্চে বসা নিয়ে ঝগড়া হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মনোয়ার চোখে আঘাত পায়। পরে সে ক্ষিপ্ত হয়ে মিরাজকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর মনোয়ারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা সুলতানা জানান, সকালে মৃত অবস্থায় মিরাজকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।