ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
উল্লাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সেনাসদস্যের মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শেখ ফরিদ (২১) নামে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (০৫ সেপ্টেম্বর) সকালে পঞ্চক্রোশী ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শেখ ফরিদ ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ব্যাটালিয়নের সৈনিক হিসেবে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদ বাংলানিউজকে জানান, প্রায় তিন বছর আগে সেনাবাহিনীতে নিয়োগ পান ফরিদ। ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে বাড়িতে গাছ কাটছিলেন তিনি। এ সময় ওই গাছের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে পৃষ্ট হন ফরিদ। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।