ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ভূমিদস্যু ট্যারা মোস্ত গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
খুলনায় ভূমিদস্যু ট্যারা মোস্ত গ্রেফতার

খুলনা: খুলনার আলোচিত সন্ত্রাসী, ভূমিদস্যু ও চাঁদাবাজ মোস্তফা ওরফে ট্যারা মোস্তকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে মহানগরীর লবনচরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সকালে গ্রেফতার করা হলেও দুপুরে বিষয়টি জানানো হয়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বাংলানিউজকে জানান, এক ব্যক্তির কাছ থেকে দশ লাখ টাকা পাওয়ার আশায় ভূয়া কাগজ পত্র তৈরি করে হয়রানির অভিযোগে মহানগরীর লবনচরা থেকে ট্যারা মোস্তকে গ্রেফতার করা হয়েছে।

বিভিন্ন থানা সূত্রে জানা যায়, ট্যারা মোস্তর বিরুদ্ধে ৩০টির অধিক মামলা রয়েছে।

এদিকে আলোচিত সন্ত্রাসী ট্যারা মোস্ত গ্রেফতার হওয়ায় এলাকার মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।