ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে পুলিশের ‘ব্লক রেইড’, আটক ১৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
রাজশাহীতে পুলিশের ‘ব্লক রেইড’, আটক ১৫ রাজশাহীতে পুলিশের ব্লক রেইড

রাজশাহী: রাজশাহী মহানগরীর মতিহার থানার বুধপাড়া এলাকায় ‘ব্লক রেইড’ চালিয়েছে পুলিশ।

বুধবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামায়াত-শিবির অধ্যুষিত এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে জামায়াত-শিবিরের ১০ জন ও ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে আটক করা হয়ে।

ওই এলাকার চারপাশ ঘিরে প্রতিটি বাড়িতে পুলিশ তল্লাশি চালায় পুলিশ। অভিযানে মতিহার থানা ছাড়াও রাজশাহী মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও পুলিশ লাইনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

অভিযানে নেতৃত্ব দেন আরএমপির মতিহার জোনের উপ-কমিশনার (ডিসি) সাজিদ হোসেন। অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাতেম আলী ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খানও অভিযানে অংশ নেন।

আরএমপির মুখপাত্র সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম জানান, জঙ্গি, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই ব্লক রেইড চালানো হয়েছে। এ সময় ১৫ জনকে আটক করা হয়। পর্যায়ক্রমে সব এলাকায় এ অভিযান চলবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।