ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সচেতনমূলক কাজে জাগ্রত তেঁতুলিয়ার আত্মপ্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
সচেতনমূলক কাজে জাগ্রত তেঁতুলিয়ার আত্মপ্রকাশ সম্মেলনের মাধ্যমে ‘জাগ্রত তেঁতুলিয়া’ নামে সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ

পঞ্চগড়: ‘তেঁতুলিয়ার তারুণ্য জেগেছে এবার, করবে অন্যায় সাধ্য কার’ এ স্লোগানে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ‘জাগ্রত তেঁতুলিয়া’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন আত্মপ্রকাশ করেছে। 

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার স্থানীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সংগঠনটির সমন্বয়ক সাংবাদিক আতাউর রহমান কাবুল সংবাদ সম্মেলনে তাদের কার্যক্রমের লিখিত বক্তব্য পাঠ করেন।



লিখিত বক্তব্যে কাবুল বলেন, তরুণ নিয়ে গঠিত ‘জাগ্রত তেঁতুলিয়া’ মাদক, বাল্যবিয়ে, ড্রেজার মেশিন (বোমা মেশিন) বন্ধ করাসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমান, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।