বুধবার (০৪ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় সোলেমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত নারী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বাসিন্দা। বর্তমানে শাহজাদপুর খিলবাড়ীর টেক এলাকায় নিজের মেয়ের কাছে থাকতেন।
নিহত সোলেমা খাতুনের অপর নাতি মো. নাঈম জানান, তার নানির ছোট মেয়ে হেলেনার সন্তান হেলালকে নিয়ে স্থানীয় স্কুল থেকে বাসায় ফেরার পথে শাহজাদপুর সুবাস্ত টাওয়ার সংলগ্ন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ সজোরে ধাক্কা দেয়। এতে তার নানি আহত হলে দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাইম আরো জানান, হেলাল স্থানীয় স্কুলের নার্সারির ছাত্র। ঘটনার সময় সে নানির হাত ধরে রাস্তা পার হচ্ছিল। দুর্ঘটনায় হেলাল সামান্য আহত হলেও নানি মারা যায়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে, থানা পুলিশের হেফাজতে আছে।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫,২ ০১৮
এজেডএস/জেডএস