বুধবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে সদরের দুর্গাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতার মহসিন সদরের রঘুরামপুর এলাকার আকমত আলি ওরফে আফতাব আলি শেখের ছেলে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী মো. সালাউদ্দিন বাংলানিউজকে বলেন, ২০০১ সালের একটি শিশু ধর্ষণ মামলায় পাঁচ বছর জেল খেটেছে বলে মৌখিক স্বীকার করেছেন। তবে এ বিষয়ে যাচাই বাছাই চলছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে দু’টি ধর্ষণের কথা স্বীকার করেছেন। প্রতি সপ্তাহের দু-একদিন তিনি রাত ১২টার পর মুন্সিগঞ্জের বিনোদপুর এলাকাসহ বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতো। ৬ থেকে ১০ বছরের শিশু ধর্ষণ করাই তার মূল উদ্দেশ্য।
এছাড়া তিনি চুরি ও ছিনতাইয়ের সঙ্গেও জড়িত রয়েছেন। মহসিন ঢাকার ডেমরা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণভাবে অবস্থান করছিলেন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
জিপি