ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আজও দুদকে হাজির হননি ফালু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
আজও দুদকে হাজির হননি ফালু

ঢাকা: আট মিলিয়ন ডলারের বেশি অর্থ দুবাইয়ে পাচারের অভিযোগে তলব করা হলেও দুর্নীতি দমন কমিশনে (দুদক) হাজির হননি বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক সচিব ও বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু। 

তবে বুধবার (০৫ সেপ্টেম্বর) দুদকের তলবে হাজির না হলেও আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছেন বিএনপির ভাইস চেয়াম্যান পদ থেকে পদত্যাগ করা এ বিশিষ্ট ব্যবসায়ী।

গত ২৭ আগস্ট (সোমবার) একই অভিযোগে ফালুসহ মোট নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠায় দুদক।

এর আগেও মোসাদ্দেক আলী ফালুকে ১৪ আগস্ট তলব করে দুদক। তখন তিনি তার প্রতিষ্ঠানের কোম্পানি সচিবের মাধ্যমে এক মাসের সময় চেয়ে আবেদন করেন। দুদক তখন ১৫দিন সময় দিয়ে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর, ২০১৮) হাজির হতে নির্দেশ দেয়।

এ অভিযোগে ফালু ছাড়াও দুদকের তলবে হাজির হননি আরএকে পেইন্টসের পরিচালক শায়লিন জামান আকবর, আরএকে পাওয়ার লিমিটেডের পরিচালক মাকসুদুল ইসলাম এবং স্টার সিরামিকসের পরিচালক প্রতিমা সরকার। তারাও সময় চেয়ে দুদকে আবেদন করেছেন।

তবে অন্য পাঁচ অভিযুক্ত আরএকে পেইন্টসের পরিচালক কামার উজ্জামান, রোজা প্রোপার্টিজের পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, আরএকে কনজ্যুমার প্রোডাক্টসের পরিচালক মো. আমির হোসাইন ও এম এ মালেক এবং আরএকে সিরামিকসের স্বতন্ত্র পরিচালক ফাহিমুল হক দুদকে হাজির হয়ে জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছেন।

এর আগে গত ২ আগস্ট মোসাদ্দেক আলী ফালুসহ নয়জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি পাঠায় দুদক।  

ওই চিঠিতে বলা হয়, এ নয়জনের বিরুদ্ধে আট মিলিয়ন ডলার সমমূল্যের প্রায় ৬৫ কোটি টাকা (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে) দুবাইয়ে পাচার করে অফশোর কোম্পানি খুলে বিনিয়োগ, দুবাইয়ে আরও শত কোটি টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানেও এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদক সূত্র মতে, এসব ব্যক্তি দেশ ছেড়ে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। তাই তারা যাতে দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে না পারেন, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে দুদকের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল এ অভিযোগের বিষয়ে অনুসন্ধান করছে। দলের আরেক সদস্য হলেন সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধান।

চারদলীয় জোট সরকারের আমলে তখনকার প্রধানমন্ত্রী খালেদার রাজনৈতিক সচিব ছিলেন মোসাদ্দেক আলী ফালু। সে সময় ঢাকার একটি উপনির্বাচনে সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

পরে তাকে বিএনপির উপদেষ্টা পরিষদে নিয়ে আসেন দলের চেয়ারপারসনের খালেদা জিয়া। ২০১৬ সালে বিএনপির নতুন কমিটিতে ফালুকে উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে ভাইস চেয়ারম্যান করা হলে তিনি পদত্যাগ করেন।

এরপর থেকে রাজনীতিতে নিষ্ক্রিয় ফালু। সিকিউরিটিজ, আবাসন, অ্যাগ্রো, আমদানি রফতানি ব্যবসায় জড়িত এ ব্যবসায়ী এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকটি মামলা করেছে দুদক।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
আরএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।