ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
কলাপাড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের ৯নম্বর ওয়ার্ডের বাদুরতলী স্লুইস সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বুধবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় অভিযান চালিয়ে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দু’পাশের অন্তত ১৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কলাপাড়া পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. আবুল খায়ের বাংলানিউজকে জানান, স্লুইস সংলগ্ন এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দু’পাশে পাউবোর জমি দখল করে অন্তত ৪৫টি অবৈধ স্থাপনা গড়ে উঠেছে।

এসব স্থাপনা অপসারণের জন্য দখলদারদের একাধিকবার বলা হয়েছে। পরে নোটিশ দেওয়া হলে ৩০টি স্থাপনা স্বেচ্ছায় অপসারন করে নেওয়া হয়।

কলাপাড়া থানা পুলিশের সহায়তায় বুধবার বাকি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় পটুয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ। অভিযানে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের দু’পাশের অন্তত ১৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৮০০ ঘণ্টা, সে‌প্টেম্বর ৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।