বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রূপসী ইউনিয়নের পাগলা গ্রামের ইসমাইল হোসেনের সঙ্গে জমি নিয়ে তার ভাই নুরুল ইসলাম ও তার শ্যালক সেকান্দরের বিরোধ চলছিল।
পরে মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে ওই এলাকার নির্মাণাধীন একটি ভবনের টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম বাংলানিউজকে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ফুলে যাওয়ায় আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, এই ঘটনায় নিহত ইসমাইল হোসেনের মেয়ে শাহনাজ বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এমএএএম/এনএইচটি