ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের বিমানবন্দর ও পূর্বাচল রুটের পিডি নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
মেট্রোরেলের বিমানবন্দর ও পূর্বাচল রুটের পিডি নিয়োগ প্রতীকী

ঢাকা: বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সাইদুল হককে ঢাকা ম্যাস ৠাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১, ই/এস) এর প্রকল্প পরিচালক (পিডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আগামী ১৮ আগস্ট থেকে ২০২২ সালের ৩০ জুন (৩ বছর ১০ মাস ১১ দিন) পর্যন্ত তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত দিয়ে বুধবার (০৫ আগস্ট) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।  
 
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, লাইন-১ বা এমআরটি লাইন-১ বিমানবন্দর রুট এবং পূর্বাচল রুটে বিভক্ত থাকবে।


 
বিমানবন্দর অংশের রুটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে বিমানবন্দর টার্মিনাল-৩, খিলক্ষেত, যমুনা ফিউচার পার্ক, নতুন বাজার, উত্তর বাড্ডা, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা, মালিবাগ, রাজারবাগ হয়ে কমলাপুর যাবে।
 
সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড প্রায় সাড়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এই রুটে ১২টি স্টেশন থাকবে। যার মধ্যে নতুন বাজার স্টেশনে এমআরটি লাইন-৫ এর সঙ্গে এই রুটের আন্তঃসংযোগ থাকবে।
 
এমআরটি লাইন-১ এর পূর্বাচলগামী অংশটি নতুন বাজার থেকে যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা হয়ে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি, মাস্তুল, পূর্বাচল পশ্চিম, পূর্বাচল সেন্টার, পূর্বাচল সেক্টর-৭ হয়ে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত বিস্তৃত হবে।
 
প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ পূর্বাচল রুটে বিমানবন্দর রুটের অন্তর্ভুক্ত নতুন বাজার ও যমুনা ফিউচার পার্কের আন্ডারগ্রাউন্ড স্টেশন দুটি’সহ মোট স্টেশন থাকবে ৯টি। এর মধ্যে বসুন্ধরা থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত ৭টি স্টেশন হবে এলিভেটেড।
 
জাপনি সংস্থা জাইকার অর্থায়নে বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে এমআরটি-১ নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে। এমআরটি-১ নির্মাণের জন্য জাইকার ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশ সফর করেছে। এ বিষয়ে তথ্যানুসন্ধান অব্যাহত রয়েছে। এমআরটি-১ বাস্তবায়িত হলে দৈনিক যাত্রী পরিবহনের সংখ্যা হবে ১৩ লাখ ৬৫ হাজার ৮০০ জন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।