বুধবার (৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের আইনজীবী ভবনের সামনে খালেক নামে এক বিচার প্রার্থীর মারপিটে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে পরিবার, স্বজন ও সহকর্মীরা।
কামাল কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ ডিকপাড়া এলাকার মৃত মো. নসিবের ছেলে ও একই এলাকার সাবেক ইউপি সদস্য।
কক্সবাজার আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন বাংলানিউজকে বলেন, ঝিলংজা ইউনিয়নের লিংকরোড মুহুরীপাড়া এলাকার খলিলুর রহমান ওরফে খলিল মাস্টার নামে এক ব্যক্তির সঙ্গে একটি মামলার বিষয়ে কথা কাটাকাটি হয় কামালের। একপর্যায়ে খলিল ও তার সঙ্গীরা কামালকে বেদড়ক মারপিট করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামরুল আজম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
টিটি/এসআরএস