ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক সাগরের মায়ের জন্য দোয়া মাহফিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
সাংবাদিক সাগরের মায়ের জন্য দোয়া মাহফিল সাগরের মায়ের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

কুষ্টিয়া: বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ফিচার রিপোর্টার হোসাইন মোহাম্মদ সাগরের মায়ের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ভাজপত্র তিথিয়া’র উদ্যোগে কুষ্টিয়ার মিরপুরের আমলা গণগ্রন্থাগারে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।  

সভায় তিথিয়া’র সহকারী সম্পাদক হাসমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন বিশ্বাস, আমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান সিদ্দিক আলী, আমলা গণগ্রন্থাগারের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মারফত আলী মাস্টার, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি কাঞ্চন কুমার, সাংবাদিক হোসাইন মোহাম্মদ সাগরের বাবা শামসুল আলম, মামা রোকনুজ্জামান, আমলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান, কবি ও সাহিত্যিক জসিম উল্লাহ আল হামিদ, নাজির উদ্দিন, গোলাবাড়ীয়া শিশু একাডেমির প্রধান শিক্ষক বিশারত আলী, বাংলানিউজের কুষ্টিয়া ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট জাহিদ হাসান, এসটিভি বাংলার উপজেলা প্রতিনিধি রুবেল আহম্মেদ নান্নু প্রমুখ।

 

আলোচনা শেষে সাগরের মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  

গত বুধবার (২৯ আগস্ট) দিনগত রাত ২টার দিকে সাগরের মা মাহফুজা বেগম তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

** বাংলানিউজের সাগরের মায়ের ইন্তেকাল 

** বাংলানিউজের সাংবাদিক সাগরের মায়ের দাফন সম্পন্ন 

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।