ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

‘আকাশবীণা’র ককপিটে প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
‘আকাশবীণা’র ককপিটে প্রধানমন্ত্রী ‘আকাশবীণা’র পাইলট-কোপাইলটের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রথমবারের মতো যুক্ত হয়েছে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লেনটির নাম দিয়েছেন ‘আকাশবীণা’।  বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই প্লেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি প্লেনের ভেতরও ঘুরে দেখেন।

ইকোনমিসহ প্লেনটির ক্লাসগুলো ঘোরার পর প্রধানমন্ত্রী ককপিটেও যান। সেখানে তিনি আলাপ করেন পাইলট ও কো-পাইলটের সঙ্গে।

সেসময় হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীর মুখাবয়বে ফুটে উঠছিল আত্মপ্রত্যয়ের রেখা।

প্লেনটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি সেলফিও তোলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। সেসময়ও প্রধানমন্ত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। ‘আকাশবীণা’র পাইলট-কোপাইলটের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ছবি: পিআইডিআমেরিকার বোয়িং কোম্পানির তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনারটি যুক্তরাষ্ট্রের সিয়াটল পেনফিল্ড থেকে যাত্রাবিরতি ছাড়াই টানা সাড়ে ১৪ ঘণ্টা উড়ে গত ১৯ আগস্ট বিকেলে ঢাকায় এসে পৌঁছায়। গত ২৯ আগস্ট দুপুরে ড্রিমলাইনারের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট ঢাকা থেকে কলকাতায় চালানো হয়।

বুধবার উদ্বোধন হওয়া ‘আকাশবীণা’য় রয়েছে ২৭১টি আসন, যার মধ্যে ২৪টি বিজনেস ও ২৪৭টি ইকোনমি ক্লাস। এর রুট নির্ধারণ হয়েছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।