বুধবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমন রূপসার নতুন বাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।
ঘটনার সময় মো. আলামীন (১৮) নামে অপর এক যুবক গুলিবিদ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে ৬/৭ জন যুবক ঘটনাস্থলে এসে সুমনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে। গুলি তার শরীরে বিদ্ধ হলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, নিহত ব্যক্তি ঘাড় ও মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। এসময় একজন পথচারী আহত হয়েছেন। হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ তাৎক্ষণিক অভিযান শুরু করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার সোনালী সেন বাংলানিউজকে বলেন, খুলনা রূপসা ট্রাফিক মোড়ে সুমন নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি দু’টি খুনের মামলার আসামি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এএ