ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নবীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
নবীগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (৫ সেপ্টেম্বর) উপজেলার আউশকান্দি বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদফর হবিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, অভিযানে মিষ্টির মধ্যে মশা-মাছি ও পোকা পাওয়ায় ফুলকলিকে ১৫ হাজার, পোড়া তেল ব্যবহার করায় পাতাকুড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার, ঢাকনাবিহীন খাবার রাখার দায়ে অতিথিভোজ রেস্টুরেন্টকে ৮ হাজার ও পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় ফিজা অ্যান্ড কোংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন- ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মোখলেসের নেতৃত্বে গোপলার বাজার ফাঁড়ির পুলিশের একটি দল।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।