ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
সিরাজগঞ্জে ভীমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খোর্দ শিয়ালকোল এলাকায় ভীমরুলের কামড়ে মিয়াত (৬) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আসিফ (১১) নামে আরও এক শিশু।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিয়াত। সে খোর্দ শিয়ালকোল গ্রামের মমতাজ আলীর ছেলে।

আহত আসিফ একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল মতিন জানান, দুপুরে বাড়ির কাছে রাস্তার পাশে খেলছিল ওই দুই শিশু। এ সময় রাস্তার পাশের ভাটির গাছে থাকা ভীমরুলের ঝাঁক এসে তাদের হুল ফোটাতে থাকে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিয়াত মারা যায়।

নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. লিয়াকত আলী জানান, শিশু মিয়াতের শরীরে ৩৫টা ভীমরুল হুল ফোটায়। এ কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।