বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে শহরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মিয়াত। সে খোর্দ শিয়ালকোল গ্রামের মমতাজ আলীর ছেলে।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুল মতিন জানান, দুপুরে বাড়ির কাছে রাস্তার পাশে খেলছিল ওই দুই শিশু। এ সময় রাস্তার পাশের ভাটির গাছে থাকা ভীমরুলের ঝাঁক এসে তাদের হুল ফোটাতে থাকে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে শহরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিয়াত মারা যায়।
নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. লিয়াকত আলী জানান, শিশু মিয়াতের শরীরে ৩৫টা ভীমরুল হুল ফোটায়। এ কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
আরএ