বুধবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে, ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।
মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোহাম্মদিয়া হাউজিং-এর ৬ নম্বর রোডের একটি ৭ তলা ভবনের ৭ তলায় স্বামী সজিব মিয়ার সঙ্গে থাকতো মোরশেদা।
সন্ধ্যার দিকে আশপাশের প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন্ধ দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
তিনি আরো জানান, মোরশেদার স্বামী সজীব মিয়াকে খোঁজা হচ্ছে, তার মোবাইল ফোনসহ সবকিছু বন্ধ রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে কীভাবে মোরশেদার মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এজেডএস/আরএ