বুধবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুলাল নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন মোজাম্মেলের বিরুদ্ধে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানান এসআই রোকন।
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
পিএম/এইচএ/