ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদাবাজির মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
চাঁদাবাজির মামলায় যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিরপুর মডেল থানায় দায়েরকৃত চাঁদাবাজির এক মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার নিজ বাসা থেকে মিরপুর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রোকন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুলাল নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেন মোজাম্মেলের বিরুদ্ধে। এ মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলেও জানান এসআই রোকন।

বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।