মহাসড়কে ধীরগতিতে যান চলাচল করছে। ফাইল ফটো
মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে চার কিলোমিটার জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা ব্রিজ থেকে আনারপুরা এলাকা পর্যন্ত মোট চার কিলোমিটার জুড়ে ঢাকামুখী গাড়ির দীর্ঘ সারি দেখা গেছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিব বাংলানিউজকে জানান, মধ্যরাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ বেশি।
ব্রিজে পণ্যবাহী গাড়িগুলো ধীরগতিতে চলাচল করায় গাড়ির লাইন দীর্ঘ হচ্ছে।
হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।