ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘ব্লক রেইড’, আটক ৮

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
কেরানীগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘ব্লক রেইড’, আটক ৮

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘ব্লক রেইড’ পরিচালনা করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এসময় মাদকসহ আটজনকে আটক করা হয়েছে।

বুধবার (৫ সেপ্টেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিরা হলেন- আলমগীর হোসেন (৩২), মোয়াজ্জেম হোসেন (৪০), নাসির হোসেন (৩২), আলামিন (২৭), ইমদাদুল হক (১৯), মো. আলমগীর (২৮), মো. দিদার (৪২) ও আসাদ (৩২)।

 

অভিযানে তাদের কাছ থেকে ২০৭ পিস ইয়াবা, ২৫৫ পুরিয়া হেরোইন ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জামান বাংলানিউজকে বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি। বুধবার রাতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।