বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন-নবীগঞ্জ উপজেলার স্বস্তিপুর গ্রামের বারিন্দ্র সরকারের ছেলে ইরেশ সরকার (২৮) ও একই উপজেলার করগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (৩২)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র দাশ বাংলানিউজকে জানান, বুধবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মহাসড়কের সাতাইহাল এলাকায় একটি মোটরসাইকেল ও সিএনজি চালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী ইরেশ এবং মোটরসাইকেল আরোহী সোহেলসহ আটজন আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ইরেশ ও সোহেল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসআই