ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
সোনারগাঁয়ে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতির সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মোবারক হোসেন নামের এক ডাকাত নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন ডাকাতসহ দুই পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঝাউচর গ্রামের আষাঢ়িয়াচর ব্রীজের উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মোবারক হোসেন উপজেলার প্রতাপনগর গ্রামের মৃত ইয়াসিনের ছেলে।

 

এ ঘটনায় আহত হয়েছেন, ডাকাত বাবু ওরফে তেরা বাবু, সোনারগাঁ থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) নারায়ণ ও কন্সটেবল মমিনুর রহমান। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, মহাসড়কে বাস ডাকাতির খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশের তিনটি টিম ডাকাতদের ধরতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলেই এক ডাকাত নিহত হন। এতে আরেক ডাকাত ও দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।