ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গরু ব্যবসায়ী থেকে জাল রুপি তৈরির কারিগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
গরু ব্যবসায়ী থেকে জাল রুপি তৈরির কারিগর ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে লেনদেনের সুবাদে একসময় গড়ে তোলেন জাল রুপি তৈরি সিন্ডিকেট

ঢাকা: পার্শ্ববর্তী দেশ ভারত থেকে গরু এনে দেশের বাজারে বিক্রির ব্যবসা ছিল মো. শামসুর রহমানের (৪৪)। ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে লেনদেনের সুবাদে একসময় গড়ে তোলেন জাল রুপি তৈরি সিন্ডিকেট। গ্রেফতার হওয়ার পর ছাড়াও পেয়েছেন তিনি।

বুধবার (০৫ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ১৫ লাখ ৭৪ হাজার ভারতীয় মুদ্রা জাল রুপিসহ তাকে ফের আটক করে র‌্যাব-২।  

এসময় তার কাছ থেকে জাল টাকা তৈরির বিপুল পরিমাণ জাল রুপি তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়।

 

জানা যায়, গরু ব্যবসা ছেড়ে দিয়ে গত পাঁচ বছর ধরে জাল রুপি তৈরি করে সীমান্ত এলাকায় বিপণন করে আসছেন শামসুর। গত বছরের এপ্রিলে জাল রুপিসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বেরিয়ে ফের এ ব্যবসাতে যোগ দেন তিনি।  

শামসুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব-২ এর মেজর মোহাম্মদ আলী বাংলানিউজকে বলেন, শামসুরের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। সীমান্ত এলাকার এ বাসিন্দা আগে গরু ব্যবসা করতেন। গত পাঁচ বছর ধরে জাল রুপি তৈরির ব্যবসা করে আসছেন তিনি। ডিলারের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে জাল রুপিগুলো ছড়িয়ে দিতেন।

তিনি বলেন, দুই লাখ জাল রুপি ২০-৩০ হাজার টাকায় বিক্রি করেন শামসুর। মূলত সীমান্ত এলাকার গরু ব্যবসায়ী ও অবৈধ পথে মালামাল আনা ব্যাবসায়ীরাই তার প্রধান ক্রেতা।

শামসুর প্রতি মাসে ১০ থেকে ২০ লাখ ভারতীয় জাল রুপি সীমান্তের দুই পাশের দালালদের সরবরাহ করতো বলেও জানান এ র‌্যাব কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
পিএম/এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।