যান চলাচল স্বাভাবিক
মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল থেকেই মহাসড়কে গাড়ির চাপ অত্যধিক বৃদ্ধি পাওয়া ধীরগতিসহ যানজট দেখা দেয়।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গাড়ির চাপ কমে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রকিব বাংলানিউজকে জানান, সকালের দিকে মেঘনা ব্রিজ থেকে আনারপুরা এলাকা পর্যন্ত যানজট দেখা দেয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকামুখী গাড়ির চাপ কমতে শুরু করায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।
হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করায় বর্তমানে গাড়িগুলো নির্দিষ্ট গতিতেই চলাচল করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।