বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার কামারজানী ইউনিয়নের ব্রহ্মপুত্র নদ থেকে তাদের উদ্ধার করা হয়।
জানা যায়, জেলা প্রশাসনের কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম সাদিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি), কামারজানী ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম জাকির চর এলাকা পরিদর্শনে নৌকায় যাচ্ছিলেন।
তিন শিশুর মা শিরিন আক্তার বাংলানিউজকে বলেন, স্রোতের কবলে পড়ে আমাদের নৌকাটি ডুবে যায়। জীবনের আশা ছেড়েই দিয়েছিলাম। তারপর হঠাৎ করে দেখলাম একটি নৌকা আমাদের দিকে আসছে। তারা এসে আমার তিন সন্তানসহ সবাইকে নৌকায় তুলে নেয়। পরে জানতে পারলাম তারা জেলা প্রশাসনের কর্মকর্তা।
উদ্ধারে অংশ নেওয়া প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন এলাকার সকল শ্রেণি ও পেশার মানুষ।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এনটি