বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর পৌর এলাকার রশিদপুরের শশ্মানঘাট এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
নাগর আলী জামালপুর সদর উপজেলার মধ্যেরচর গ্রামের বাসিন্দা।
জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ নিজ বাড়ি থেকে নাগর আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
নাগর আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এনটি