ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জাপানের ভূমিকম্পে কোনো বাংলাদেশি হতাহত নেই

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
জাপানের ভূমিকম্পে কোনো বাংলাদেশি হতাহত নেই জাপানের ভূমিকম্প দূর্গত এলাকা

ঢাকা: জাপানের উত্তরাঞ্চলে অবস্থিত হোক্কাইডোতে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ৬ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জাপানের গণমাধ্যম জানিয়েছে এ ভূমিকম্পে ইতোমধ্যেই ৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৩২ জন।  

ভূমিকম্পের পর ওই অঞ্চলে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে দূতাবাস যোগাযোগ করেছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে টোকিওর বাংলাদেশ দূতাবাস।

 

টোকিওর বাংলাদেশ দূতাবাস থেকে বৃহস্পতিবার জানানো হয়, ভূমিকম্প পরবর্তী মৃদু কম্পন চলমান রয়েছে। দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। ইতোমধ্যে দূতাবাস একটি হেল্পলাইন চালু করেছে (+৮১-৮০-৪০৬৫৬৬০১ অথবা +৮১-৮০-৪৪৫৬১৯৭১)।  

আক্রান্ত এলাকায় বসবাসরত সব বাংলাদেশিকে যথাযথ সতর্কতা অবলম্বনের জন্য এবং যেকোনো তথ্য/সহায়তার জন্য হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।