লক্ষ্মীপুর: বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটে বাস ও পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৮০/৯০টি যানবাহন আটকা পড়েছে।
বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, লঘুচাপের প্রভাবে মেঘনা উত্তাল থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
এতে মজুচৌধুরীর হাট ফেরিঘাটে বাস ও পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৮০/৯০টি যানবাহন নিরাপদে রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
এসআর/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।