ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
গাজীপুরে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের হাইলজোর ভূলেশ্বরটেক এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৩৬ বছর।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, হাইলজোর ভূলেশ্বরটেক এলাকায় গুলির শব্দ শুনে পুলিশের টহল টিম এগিয়ে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।  

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক জানান, ভোরে মৃত অবস্থায় পুলিশ ওই যুবককে আনা হয়। নিহতের মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা,  সেপ্টেম্বর ০৭, ২০১৮ 
আরএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।