শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল করা হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ১৬ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয় বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
কেএসএইচ/এএ