ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু পদ্মায় চলছে লঞ্চ/ফাইল ফটো

মানিকগঞ্জ: বৈরী আবহাওয়ার কারণে ১৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল করা হয়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিল।



পাটুরিয়া নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, বৈরী আবহাওয়ায় নৌরুটে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ১৬ ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।  

পরে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু করা হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
কেএসএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।