ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বাচ্চু হত্যা: শ্রীনগরে গুলিবিনিময়কালে দুই জঙ্গি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
বাচ্চু হত্যা: শ্রীনগরে গুলিবিনিময়কালে দুই জঙ্গি নিহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পুলিশের চেকপোস্টে হামলা চালানোর সময় গুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। এরা লেখক-প্রকাশক শাহজাহান বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে দাবি করছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে শ্রীনগরের সাতগাঁও এলাকার কে সি রোডে এ গুলিবিনিময় হয়। এসময় আহত হয়েছেন পুলিশের তিন সদস্যও।

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বাংলানিউজকে জানান, কে সি রোডের শ্রীনগর চেকপোস্টে দায়িত্ব পালন করছিল পুলিশ। এসময় জঙ্গি সদস্যরা তাদের ওপর হামলা চালায়। তখন পুলিশের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়কালে কাকা ওরফে শামীম ও এখলাস নামে দু’জন নিহত হয়।  

এ দু’জন প্রকাশক বাচ্চু হত্যার সঙ্গে সরাসরি জড়িত উল্লেখ করে জায়েদুল আলম বলেন, এদের বাড়ি জামালপুর জেলায়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।

গত ১১ জুন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের পূর্ব কাকালদী গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শাহজাহান বাচ্চু (৬০)। দু'টি মোটরসাইকেলে এসে তাকে গুলি করার পর দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাচ্চু একটি প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মুক্তচিক্তার লেখক বাচ্চু লেখালেখি করতেন বিভিন্ন ব্লগ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও।

গত ২৭ জুন রাতে বাচ্চু হত্যার ‘প্রধান পরিকল্পনাকারী’ জেএমবি সদস্য আব্দুর রহমান পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।