ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে দেড়লাখ টাকার জাল নোটসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
ঝালকাঠিতে দেড়লাখ টাকার জাল নোটসহ আটক ১

ঝালকাঠি: ঝালকাঠিতে ১ লাখ ৪৫ হাজার টাকার জাল নোটসহ শেখ আব্দুস ছালাম (৫৫) এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৮  এর পাঠানো এক  সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরমহল গ্রামের বায়তুল আমিন জামে মসজিদ সংলগ্ন সড়কে অভিযান চালায় র‌্যাব-৮ সিপিএসসির একটি দল।

র‌্যাব জানায়, ছালামকে আটকের পর তার দেহ তল্লাশি করে মোট ১ লাখ ৪৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এরমধ্যে ১ হাজার টাকার কশ সিরিজের ৪৭টি অর্থাৎ ৪৭ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। ১ হাজার টাকার এ নোটের মধ্যে ক শ ৬৩৭৭৩৬৬ নম্বরের ১১ টি, ক শ ৬৩৭৭৩৭৬ নম্বরের ২টি, ক শ ৬৩৭৭৩৪৬ নম্বরের ১১ টি, ক শ ৬৩৭৭৩৩৬ নম্বরের ২৩ টি জাল নোট পাওয়া গেছে।

পাশাপাশি ৫ শ টাকার ক ড সিরিজের ১৯৬ টি অর্থাৎ ৯৮ হাজার টাকার নোট জাল নোট উদ্ধার করা হয়। ৫ শত টাকার এ নোটের মধ্যে ক ড ৭১৬৬৬১১ নম্বরের ৫৫ টি, ক ড ৭১৬৬৬১৪ নম্বরের ৪৬ টি, ক ড ৭১৬৬৬১৬ নম্বরের ৪৪ টি, ক ড ৭১৬৬৬১৭ নম্বরের ৫১ টি জাল নোট পাওয়া গেছে।

অভিযানে র‌্যাব-৮ বরিশালের উপ-পরিচালক মেজর মো. মাসুদ রানা এবং সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলী নেতৃত্ব দেন এবং এ ঘটনায় সিপিএসসি'র ডিএডি মো. মামুনুর রশিদ খাঁন বাদী হয়ে ঝালকাঠি জেলার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমএস/এনটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।