ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে সাবেক মেম্বার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
গৌরীপুরে সিএনজি-অটোরিকশার সংঘর্ষে সাবেক মেম্বার নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে বুলবুল আহমেদ (৫০) নামে সাবেক এক ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুলবুল উপজেলার সহনাটি ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।

সেদিন বিকেলে সহনাটি ইউনিয়নের সোনাকান্দি নামক স্থানে ওই দুর্ঘটনায় চারজন আহত হন। এর মধ্যে বুলবুল আহমেদ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

সহনাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।