শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোরে কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন সড়কের পাশে অবস্থিত চারটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত নাইসা ফার্নিচারের মালিক বদরুজ্জামান জানান, ভোরে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে যায়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, দোকানে আগুন লাগার খবর শুনে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমএইচ/এএটি