ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কলা‌রোয়ায় আগুন লে‌গে চারটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
কলা‌রোয়ায় আগুন লে‌গে চারটি ফার্নিচারের দোকান পুড়ে ছাই

সাতক্ষীরা: সাতক্ষীরায় কলারোয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে চারটি ফার্নিচারের দোকান পুড়ে গে‌ছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে। 

শুক্রবার (৭ সে‌প্টেম্বর) ভোরে কলারোয়া বাজারের বলফিল্ড সংলগ্ন সড়কের পাশে অবস্থিত চারটি দোকানে এ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত নাইসা ফার্নিচারের মালিক বদরুজ্জামান জানান, ভোরে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান পুড়ে যায়।

এ‌তে তা‌দের ৩০ লাখ টাকার মালামাল পু‌ড়ে গে‌ছে। সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট এসে আগুন নেভা‌নোর চেষ্টা কর‌লেও নাইসা ফার্নিচার, আকরাম ফার্নিচার, খালেক ফার্নিচার ও গাজী ফার্নিচার পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নজরুল ইসলাম বাংলা‌নিউজ‌কে জানান, দোকানে আগুন লাগার খবর শুনে তার নেতৃত্বে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে যায়। ত‌বে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি দোকান পুড়ে ছাই হয়ে গে‌ছে।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।