মহানগরের সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনাল, রয়্যায়েলের মোড়, শিববাড়ির মোড়, রূপসা বাসস্ট্যান্ড এলাকার দেয়ালে দেয়ালে লাগানো হয়েছে পোস্টার-ফেস্টুন। সব মিলিয়ে জমে উঠেছে প্রচার-প্রচারণা।
আগামী ১৪ সেপ্টেম্বর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালের নির্দিষ্ট স্থানে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দিন যতই ঘনিয়ে আসছে, নির্বাচনী আমেজ ততই বাড়ছে। প্রার্থীরা ভোট চাচ্ছেন ভোটারদের কাছে। শ্রমিকদের ভাগ্য উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
যদিও শ্রমিকদের দাবি, ভোটের আগে নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর শ্রমিকদের দিকে তাকান না অনেক নেতা।
ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হচ্ছেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মোড়ল আনিসুর রহমান এবং সদস্য কাজী এনায়েত হোসেন, আবুল কালাম আজাদ কামাল ও আলী আকবর টিপু।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়,এবারের নির্বাচনে সভাপতি পদে ৩ ও সাধারণ সম্পাদক পদে ২, কার্যকরী সভাপতি পদে ২ ও যুগ্ম-সম্পাদক পদে ২ জনসহ ২৫টি পদের বিপরীতে মোট ৭৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, ২৫টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেগুলো হলো সভাপতি পদে ১, কার্যকরী সভাপতি পদে ১, সহ-সভাপতি পদে ৩, সাধারন সম্পাদক পদে ১, যুগ্ম-সম্পাদক পদে ১, সহ-সাধারণ সম্পাদক পদে ৩, সাংগঠনিক পদে ৩, কোষাধ্যক্ষ পদে ১, প্রচার সম্পাদক পদে ১, ক্রীড়া সম্পাদক পদে ১, লাইন সম্পাদক পদে ১ ও কার্যকরী সদস্য পদে ৬ জন নির্বাচিত হবেন।
তথ্যমতে, এবারের নির্বাচনে সভাপতি পদে ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন বর্তমান কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন মৃধা, ইলিয়াছ হোসেন সোহেল ও কাজী নুরুল ইসলাম বেবী, সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির মো. জাকির হোসেন বিপ্লব ও আলী আহম্মদ, কার্যকরী সভাপতি পদে আব্দুল আলীম ও বাবুল মাতুব্বর। যুগ্ম-সম্পাদক পদে কাজী শহিদুল ইসলাম ও জাহিদ হোসেন খান।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানান, এবারের নির্বাচনে ইউনিয়নের মোট ভোটারের সংখ্যা ৭ হাজার ৯শ ৭৭ জন।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী মো. মাসুদ শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে বলেন, প্রার্থীদের রকমারি প্রচার-প্রচারণা ও গণসংযোগের মধ্যদিয়ে পুরো এলাকা নির্বাচনমুখর হয়ে উঠেছে। ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীদের জোরদার প্রচারণায় বাস টার্মিনাল এলাকায় আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে। পোস্টার, লিফলেট, ফেস্টুনের পাশাপাশি হ্যান্ড মাইক দিয়ে চলছে প্রচারণা।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এমআরএম/এএ