ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু

লক্ষ্মীপুর: প্রায় ১৮ ঘণ্টা পর লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে হয়েছে। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট ঘাট থেকে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও কয়েকটি মাইক্রোবাস নিয়ে ফেরি কিষাণী ভোলার উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকেল থেকে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

এতে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরিঘাটে বাস ও পণ্যবাহী ট্রাকসহ প্রায় ৮০/৯০টি যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) মজুচৌধুরীর হাট ফেরিঘাটের প্রান্তিক সহকারী রেজাউল করিম রাজু জানান, লঘুচাপের প্রভাবে মেঘনা উত্তাল থাকায় বৃহস্পতিবার বিকাল থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়ে। শুক্রবার সকালে আবহাওয়া অনুকূলে থাকায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
এসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।