ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে সড়ক দুর্ঘটনায় আহত ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
পল্টনে সড়ক দুর্ঘটনায় আহত ৭

ঢাকা: রাজধানীর পল্টনে লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের সাত যাত্রী আহত হয়েছেন। 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- শামসুল হক, আলামিন, স্বজল, কামাল, রফিক, পরিবনু ও ইসমাইল।

তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়রা জানান, আট নম্বর রুটের একটি বাস সায়দাবাদ থেকে গাবতলীর দিকে যাচ্ছিলো। বাসটি পল্টন এলাকার জিরো পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সাত যাত্রী আহত হন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪০০ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এজেডএস/এনটি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।