ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় প্রাণ গেলো চেইন মাস্টারের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
বগুড়ায় বাসচাপায় প্রাণ গেলো চেইন মাস্টারের দীপকের নিথর দেহ। ছবি: বাংলানিউজ

 বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ঘাতক বাসের চাপায় প্রাণ গেলো বাসেরই চেইন মাস্টার দীপক ঠাকুরের (৭৫)। নিহত পৌরশহরের স্যানালপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

 

শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শেরপুর-ধুনট-গোসাইবাড়ী আঞ্চলিক সড়কের ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ধুনট উপজেলার গোসাইবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস থেকে চেইনের টাকা নেওয়ার জন্য চেইন মাস্টার দীপক বাসের কাছে যান।

এ সময় বাসটির চালক বেপরোয়া গতিতে সামনের দিকে টান দেয়। চেইন মাস্টার বাসের পেছনে দৌড় দেন। এতে বেপরোয়া গতির ওই বাসের ধাক্কায় পড়ে গিয়ে চেইন মাস্টারের পাসহ শরীরের একটা অংশ বাসের নিচে চলে যায়। আর ঘটনাস্থলেই নিহত হন চেইন মাস্টার দীপক। পরে কিছু দূর সামনে গিয়ে চালক বাস বন্ধ করে তার সহকারী ও সুপারভাইজারসহ পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

শেরপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফারুক বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক, চালকের সহকারী ও সুপারভাইজার পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
এমবিএইচ/এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।