শুক্রবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মহানগরীর বয়রা সাহিত্য সংসদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়।
ক্লাবগুলো হচ্ছে- রোটার অ্যাক্ট ক্লাব অব দৌলতপুর, গ্রেটারভেলি, খুলনা মহানগর, খুলনা নর্থ, নর্দান ইউনিভার্সিটি খুলনা, খুলনা পাইওনিয়ার, খুলনা প্রিমিয়ার, রূপসী বাংলা।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রোগ্রাম চেয়ারম্যান রোটার অ্যাক্ট মো. আরিফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব রূপসী খুলনার পাস্ট প্রেসিডেন্ট আজিজুল হাসান দুলু।
বিশেষ অতিথি ছিলেন রূপসী বাংলা রোটার অ্যাক্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক এসএম সোহেল ইসহাক, রোটার অ্যাক্ট ক্লাব অব খুলনা প্রিমিয়ারের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম রসেল ইসলাম, খুলনা জেলা নার্সারি মালিক সমিতির সভাপতি এসএম বদরুল আলম রয়েল।
এছাড়াও কেএম মাহাবুব আলম, এসএম রাজিবুল আলম পরাগ, আব্দুল্লাহ আল মামুন, মিশকাতুল ইসলাম, ইমরান আলম, ফয়সাল মাহমুদ, মেহেদী হাসান, কিশোর কুমার, ইফতেখার শাহাদাত, রাহাত খান, ফয়সাল সরদার, ইমতিয়াজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭ , ২০১৮
এমআরএম/এনটি