শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চকভালাইন গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সজনী ওই গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী এবং রাজশাহী জেলার শালবাগান এলাকার শফিনা বেগমের মেয়ে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহাবুব আলম বাংলানিউজকে জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সজনী ও তার স্বামীর মধ্যে ঝগড়াবিবাদ লেগেই থাকতো। গত সেপ্টেম্বর এ নিয়ে সজনী থানায় মামলা দায়ের করলে ওয়াজেদকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।
এরপর কারাগার থেকে জামিনে বের হয়ে বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর)রাতে আবারও স্ত্রীকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে সজনী মারা গেলে মরদেহ বাড়ির পানির ট্যাংকের ভেতরে ফেলে পালিয়ে যায় ওয়াজেদ। দুপুর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেড়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
ওএইচ/