চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিন শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সকালে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন।
এসময় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ ও সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাসসহ সুলতান প্রেমিরা উপস্থিত ছিলেন।
গত ০৫ সেপ্টেম্বর (বুধবার) থেকে শুরু হওয়া এ সুলতান উৎসব আগামী ৮ সেপ্টেম্বর (শনিবার) চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্যদিয়ে শেষ হবে।
বাংলাদশে সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
ওএইচ/