ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা  চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ছবি: বাংলানিউজ

নড়াইল: বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

চার দিনব্যাপী সুলতান উৎসবের তৃতীয় দিন শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক প্রতিযোগী অংশ নেয়।

 

এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে সকালে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন।

এসময় এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ ও সদস্য সচিব বিমানেশ চন্দ্র বিশ্বাসসহ সুলতান প্রেমিরা উপস্থিত ছিলেন।  

গত ০৫ সেপ্টেম্বর (বুধবার) থেকে শুরু হওয়া এ সুলতান উৎসব আগামী ৮ সেপ্টেম্বর (শনিবার) চিত্রা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্যদিয়ে শেষ হবে।

বাংলাদশে সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।